মোঃ সানি জোবাইর রনি বিশেষ প্রতিনিধি
বান্দরবানের লামা থানার
অন্তরগত আজিজ নগর ইউনিয়ন এ চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টায় এলাকার নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুষ্প স্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় থেকে র্যালি বের করে আজিজ নগর বাজার দিয়ে ঘুরে আবার স্কুলে ফিরেন।
চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালন করা হয়।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাবিনা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন এবং সকল শিক্ষক শিক্ষিকা ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।