জামাল উদ্দীন -কক্সবাজার
নতূন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষাথীদের বীর মুক্তিযুদ্ধের যুদ্ধাকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠান ১৮ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ নব নির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টেকনাফ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মো:জহুরুল ইসলাম রোহেল,ড,মো:নুরুল আমিন,বীর মুক্তিযোদ্ধা জহীর আহমদ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা।প্রধান অতিথি বলেন,টেকনাফের শিক্ষার্থীরা শৃঙ্খলা বদ্ধ ও মেধাবী।শিক্ষাথীদের উপদেশ দিয়ে বলে,একজন শিক্ষাথীর প্রধান শিক্ষক গর্ভধারিনী “মা”।পিতা ও মাতাকে যে সব শিক্ষাথীরা সম্মান করবে তারা কিন্তু সফলতার ধারপ্রান্তে পৌঁছাতে পারবে।সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,মহান মুক্তিযুদ্ধ দেশ ও জাতীর জন্য অন্যতম নেয়ামক এবং এ দেশকে সোনার বাংলাদেশ গড়ার সপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠান শেষে কুইজ ও উপস্থিত বক্তৃতায় কৃতি শিক্ষাথীদের মধ্যে পুরুসকার বিতরণ হয় কবে করব বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কতৃক আয়োজিত এবং টেকনাফ উপজেলা প্রশাসন এর সার্বিক বাসতবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষক ও টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ সহ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা।