আব্দুর রশিদ (ডোমার উপজেলা প্রতিনিধি)
নীলফামারীর ডোমারে বাংলাদেশ স্কাউট কতৃক আয়োজিত বি.পি. দিবস উদযাপন করা হয়েছে।২২শে ফেব্রুয়ারি স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বি.পি) এর ১৬৭ তম জন্মদিন।
শনিবার (২২শে ফেব্রুয়ারি)সকালে নীলফামারী ডোমার উপজেলা স্কাউট ভবণে পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে বি.পি. দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি জনাব নাজমুল আলম বিপিএএ।
আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাকেরিনা বেগম। শালকি মুক্ত মহাদলের সম্পাদক জানাব শাহিনুল ইসলাম বাবু, উপজেলা খাদ্য কর্মকর্তা, আঞ্চলিক উপ কমিশনার কহিনুর রহমান,উপজেলা স্কাটউসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্কাউটস কমিশনার নাজিরা আখতার ফেরদৌসি চৌধুরী,কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী সহ উপজেলার সর্বস্তরের স্কাউট সদস্য বৃন্দ।