ত্রাণ নিয়ে যাচ্ছে ‘টিম মুগ্ধ

নাজমুস সাকিব, ঝিনাইদহ ,প্রতিনিধি

পানি লাগবে পানি’ বৈষম্যবিরোধী কোটা আন্দেলনে পুলিশের গুলিতে নিহত হওয়া সেই ‘মুগ্ধ’ এখন ‘টিম মুগ্ধ’ হয়ে ঝিনাইদহের মানুষের জন্য কাজ করে চলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা জেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সেবা নিয়মিত পর্যবেক্ষণ করছে তারা। এখন বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ঝিনাইদহ থেকে সুদূর ফেনী জেলায়।

টিম মুগ্ধর সঙ্গে কথা বলে জানা যায়, বন্যায় মানুষের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে তারা গত কয়েকদিনে রাস্তায় রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যেয়ে ত্রাণের শুকনো খাবার যেমন চাল, ডাল, চিড়া, বাতাসা, ড্রাই কেক, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, খেজুর, সাবান, লাইটার, মশার কয়েল, ওষুধ, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি সংগ্রহ করেছে।

টিম মুগ্ধর সদস্য সোহাগ আহমেদ শুভ এবং এ্যানি জানান, মুগ্ধ তার মুগ্ধতা সারা দেশে ছড়িয়ে দিয়ে গেছে। আমরা চেষ্টা করছি, তার এই আত্মদান যেন কোনোভাবেই মানুষ ভুলে না যায়। তাই আমরা আমাদের গ্রুপের নাম দিয়েছি টিম মুগ্ধ। এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৫ জনের ওপর। আমরা সবধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট রয়েছি। আমরা সবাই ঝিনাইদহের বাসিন্দা।

টিম মুগ্ধর আরও দুই সদস্য ইফতি আহমেদ এবং ইলমা জানান, আমরা এবার ফেনী জেলার বানভাসিদের উদ্দেশ্যে ট্রাক ভরে ত্রাণ নিয়ে যাচ্ছি। গত কয়েকদিনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ৩শ পরিবারের জন্য এই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছি।
টিম মুগ্ধর প্রধান রিফাত হাসান জানান, মুগ্ধ ভাই যা করেছে দেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, তার সেই আত্মত্যাগ কখনই শোধ হবার না। আমরা চেষ্টা করছি, তিনি যেভাবে পানি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও ঠিক সেভাবে দেশের এই ক্রান্তিলগ্নে বানভাসিদের পাশে দাঁড়াবো।
তিনি আরও বলেন, সব শ্রেণির মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। একজন রিকশাওয়ালা, এমনকি ছোট বাচ্চাও আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। এই উৎসাহ আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *