শহিদুল ইসলাম : ধনবাড়ী উপজেলা
টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন করেছে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব । একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে মাতৃভাষার জন্য জীবন দানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সাহ পরানুল ইসলাম রনি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রনিসহ সাংবাদিক সদস্যবৃন্দ ।
এছাড়াও ওইদিন বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সাহ পরানুল ইসলাম রনি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রনি ।