মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ভারতে পালানোর জন্য আত্মীয় বাড়ি এসে আত্মগোপন করা আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর,২০২৪) ভোর রাতে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলীর নেতৃত্ত্বাধীন যৌথবাহিনীর একটি দল তাকে আটক করে।
তিনি চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও ৬ নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
মহাদেবপুর থানার ওসি জানান, আটক আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও থানার মামলা নং ১৮ তারিখ ২১-০৮-২০২৪, মামলা নং ২, তারিখ ০৮-০৯-২০২৪ এবং মামলা নং ৩৩ তারিখ ২৫-০৯-২০২৪ এর এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে হত্যাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা প্রদানের মামলাও রয়েছে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।