নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।এসপি মেহেদী হাসান পুষ্পস্তবক অর্পণ করেন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।এসপি মেহেদী হাসান পুষ্পস্তবক অর্পণ করে। সালাম, বরকত, রফিক ভাই আমরা তোমাদের ভুলি নাই
রক্ত দিয়ে যা করেছিলে আশা
বেঁচেছে তাই বাংলা ভাষা
রক্তে রাঙিয়ে ছিলে পিচঢালা পথ। তাই দেখে মোরা নিয়েছি শপথ কোনদিন তোমাদের ভুলবো না মোরা যদিও মোরা হই সর্বহারা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতি ভাষা শহিদদের গভীরভাবে স্মরণ করছে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। পরবর্তীতে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলে দোয়া করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর শরীফুল হক, ডিআইও ১; মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *