বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রান্টের বিক্ষোভ মিছিল

জামাল কাড়াল বরিশাল

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রান্টের শ্রমিকরা এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী আজ শনিবার সকাল ১১ টায়। তাদের দাবী একটাই
অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দাও, অযৌক্তিকভাবে ব্যাটারিচালিত যানবাহনকে ট্রাফিক হয়রানি ও মামলা দেয়া বন্ধ কর, মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্মাণ কর। অবিলম্বে খুলনা সিটি কর্পোরেশনে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ বন্ধ কর, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দাওসহ বেশ কয়েকটি দাবি নিয়ে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শ্রমিকরা।বরিশাল জেলা ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাদস সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।এর পূর্বে নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিক-চালকরা সদররোডে এসে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে কয়েক হাজার ব্যাটারী চালিত, ভ্যান ও ইজিবাইক শ্রমিক সংগঠনের সদস্যরা। সমাবেশ শেষে পরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ প্রদশর্ন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *