রাফি চৌধুরী, সীতাকুণ্ড
অমর একুশে ফেব্রুয়ারী -২০২৪ খ্রীঃ বুধবার অপরাহ্নে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের নডালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে অমর একুশে ভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রান্কন, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগীতা সহ যুব সংগঠক, তরুন লেখক ও গুণী কবিকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ শিক্ষক জনাব হারুন ভুঁইয়া, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সামাজিক সংগঠক ও সীতাকুন্ড সমাজ কল্যান ফেডারেশনের প্রতিষ্টাতা লায়ন মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমেঃ কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, সীতাকুন্ড সমিতি চট্টগ্ৰামের সভাপতি লায়ন মোঃ নাছিরউদ্দিন মানিক, বিশিষ্ট দানবীর লায়ন আলহ্বাজ মোঃ ইউসুফ শাহ্ , ঈপসা’র পরিচালক মোরশেদ চৌধুরী,ইউপি সদস্য খায়রুল বশর, সমাজসেবক বদিউল আলম, সীতাকুন্ড সমিতির যুগ্ম সম্পাদক লায়ন মোঃ মফিজুর রহমান সাজ্জাদ, কবি নাহিদ চৌধুরী, সমাজ সেবক সালাউদ্দিন, আবৃত্তিকার আবুল হোসেন,শিক্ষক নাহিদুজ্জামান,সংগঠক ইকবাল হোসেন, রাশেদুজ্জামান রাশেদ,ফজলুল করিম,মো: রাজু, শাহাদাত সালেহীন সহ উক্ত সংগঠনের দ্বায়িত্বশীল নেজাম উদ্দিন, আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন,রাশেদুল ইসলাম, ফাহিম,সামির ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিত্বগন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবু জাফর এর সঞ্চালনায় স্বাগতঃ বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মোহরম আলী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি জনাব ইউসুফ শাহ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি জনাব মোঃ নাসিরউদ্দীন মানিক, সম্বোর্ধিত কবি শুক্কুর চৌধুরী এবং প্রধান অতিথি সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশন সভাপতি লায়ন মোঃ গিয়াসউদ্দিন প্রমুখ।
অনুষ্টানে বক্তাগন এধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষায় আগ্ৰহ সৃষ্টি ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটবে বলে জানান, একইসঙ্গে অরাজনৈতিক খুব সংগঠন হিসাবে মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশন এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্টানের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের মাধ্যমে দিনমান অনুষ্টিত চিত্রান্কন, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি প্রতিয়োগীতায় অংশগ্ৰহনকারীদে মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সবশেষে বিশিষ্ট সংগঠক ও তরুন লেখক মুহাম্মদ বখতিয়ারকে উদীয়মান লেখক সন্মাননা এবং কবি সংগঠক ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী কে লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্য অবদানের জন বিশেষ সন্মাননা প্রদান করা হয়।