মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর)প্রতিনিধিঃ
বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, প্রথম প্রহরে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মেহেরপুর জেলা আইনজিবি সমিতির উদ্যোগে জেলা আইন জিবি সমিতির সভাপতি এ্যাডাঃ মারুফ আহমেদ বিজন ও সাধারন সম্পাদক এসএম সাইদুর রাজ্জাক সাদ্দাম এ-র নেতৃত্বে মেহেরপুর জেলা আইন জিবি সমিতির শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আইনজিবির এ্যাডঃ তারিক আহমেদ, এ্যাডঃ সেলিম রেজা গাজী, এ্যাডঃ আল মামু অনল,এ্যাডঃ মিজানুর রহমান, এ্যাডঃ আশাদুল আজম,এ্যাডঃ সেলিম রেজা কলল্ল,এ্যাডঃ সাইদুর রহমান (রিপন)।