মো:জাহিদুল ইসলাম,প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের পৌরসভার সামনে চলাচলের অনুপযোগী হওয়ায় রাস্তাটি সংস্কার করে দিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার । এতে করে প্রায় প্রতিদিন শতশত যানবহন ও হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলের রাস্তা স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
গোবিন্দগঞ্জ – মহিমাগঞ্জ রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না করায় পৌরসভার সামনে খানা খন্দকে পরিণত হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে ডাঃ আব্দুর রহিম সরকারের বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে রাস্তাটি সংস্কারের পরামর্শ দেন সেই সাথে সড়ক সংস্কারের যাবতীয় ব্যয় ব্যক্তিগতভাবে পূরণ করবেন বলে আশ্বস্ত করেন।
তার ঘোষণার পরপরই জামায়াতের উপজেলা সেক্রেটারী সহঃ অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারী মশিউর রহমান পৌর আমীর শহিদুল ইসলাম ও সেক্রেটারী হাসান সাঈদ তালুকদারের নেতৃত্বে আজ বিকেলে সংস্কার কাজ শুরু হয়।
সংস্কার কাজের উদ্বোধন করেন ডাঃ আব্দুর রহিম সরকার।এসময় পৌর জামায়াতের ৯নং ওয়ার্ডের সভাপতি মোমিন যুব জামায়াতের ওমর ফারুক, রিপন সহ জামায়াত শিবিরের নেতা-কর্মি উপস্থিত ছিলেন। এদিকে এধরনের উদ্যোগ নেয়ার জন্য পথচারীরা জামায়াতের ভুয়সী প্রশংসা করেছেন।