বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের শহীদ রুদ্র সেনের পরিবারকে দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার বাসিন্দা ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন-এর পিতা অধ্যাপক সুবীর কুমার সেনের নিকট দিনাজপুর জেলা জামাযাতের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রুদ্র সেন (২২)

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২৫ আগস্ট ২০২৪ রোববার বিকেল ৩ টায় শহরের পাহাড়পুরে রুদ্র সেনের বাড়ীতে গিয়ে তার পিতা অধ্যাপক সুবীর কুমার সেনের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর জেলা জামায়াতের নায়েবে অধ্যক্ষ মাওলানা আফজালুর আনাম, জামায়াত নেতা দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মুজিবুর রহমান, জামায়াত নেতা এ্যাডভোকেট মোঃ মাইনুল আলম, অধ্যাপক আ স ম ইব্রাহীম, দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ রেজাউর করিমসহ দিনাজপুর জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৪ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন দিনাজপুরের বীর সন্তান রুদ্র সেন। পরে ১৯ জুলাই রাতে তার মরদেহ দিনাজপুরে আনা হয় এবং রাতেই তাকে দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *