রাংগামাটি স্বেচ্ছাসেবী সংগঠন ” No problem organisation” এর পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিনিময় ও দোয়া মাহফিল।

মো আরিফুল ইসলাম,বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাংগামাটি স্বেচ্ছাসেবী সংগঠন ” No problem organisation” এর পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিনিময় ও তাদের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন।

উক্ত সংগঠন এর প্রতিষ্ঠা পরিচালক ” ইম্মী ” জানান,
আমরা স্বেচ্ছাসেবী, বড় কোনো ফাউন্ডিং থেকে না বরং নিজেদের পকেট খরচ/দৌনিক কর্ম থেকে অর্জন এর কিছু সংখ্যক অর্থ দিয়ে মানুষের সেবায় কাজ করি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের আত্মার শান্তি কামনার লক্ষ্যে আসামবস্তি, ব্রাহ্মনটিলা এতিমখানার বাচ্চাদের জন্য আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা।

উক্ত আয়োজন এ আরো উপস্থিত ছিলেন সংগঠন এর
উপদেষ্টা সভাপতি -সুফিয়া কামাল ঝিমি।
উপদেষ্টা -শফিকুল ইসলাম শাহিন
সভাপতিত্বে ছিলেন – আমান উল্লাহ রিদয়
সিনিয়র সহ-সভাপতি – ইকবাল হোসেন
সিনিয়র সহ-সভাপতি : ইসতিয়াক কামাল মুন্না
সহ-সভাপতি : মুস্তাফিজুর রহমান রাব্বি
সাধারণ সম্পাদক -ইব্রাহীম খলীল
সহ-সাধারণ সম্পাদক : সাদিয়া সুমি
সাংগঠনিক সম্পাদক – মো: রাহাত উদ্দিন
অর্থ বিষয়ক সম্পাদক – মুস্তাফিজুর রহমান
শিক্ষা বিষয়ক সম্পাদক -মাজহারুল ইসলাম সাকিব
মহিলা বিষয়ক সম্পাদক – তানজিনা সুমি
প্রচার সম্পাদক : সারোয়ার কবির এহসান
সাহিত্য সম্পাদক – এ.বি সোহেল।
চিকিৎসা বিষয়ক সম্পাদক – সোনালী চাকমা
ও আরো অনেকেই।

উক্ত সংগঠন এর প্রতিষ্ঠাটা পরিচালক এর চিন্তার মনোভাব – মানুষের জন্যে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাদের থেকে পাওয়া দোয়া ও ভালোবাসা। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে মানুষ কখনো আপনাকে ফিরিয়ে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *