মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর) প্রতিনিধিঃ
অবিশ্বাস্য ও হাস্যকর ঘটনায় এলাকায় নানা গুনন্জন।
বাজার থেকে মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারিতে মিললো পুরুষাঙ্গ।
কুরিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের বটতৈল দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুলের সামনে এ জনৈক সোহান এর বাড়িতে সকালে এ ঘটনা,
জানাযায় কুষ্টিয়ার চোঁবহাস ফুলতলা বাজার মাংস কিনে নিয়ে আসার পর সেই মাংস রান্না করা হয়।
পরে গৃহিণী মানুষের পুরুষাঙ্গর মাথা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান, এঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় চান্চল্য ছড়িয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রান্না করা পুরুষাঙ্গ দেখতে কৌতুহলী নারী-পুরুষেরা সকালে ভীড় করছে সোহানের বাড়িতে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানান, রান্না করা মাংসের তরকারিতে পুরুষাঙ্গ সদৃশ মাংসপিণ্ড দেখে গেছে তা দেখতে পুরুষাঙ্গই মনে হচ্ছে।
তবে পুরুষাঙ্গ কি-না তা প্রশাসনের পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এবিষয়ে স্হানীয় জগাতি পুলিশ ফাড়ির ইনচার্জ এসে আই আব্দুল আলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন এ রিপোর্ট লেখা পযন্ত এঘটনার তদন্ত নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী বলে খবর পাওয়া গেছে।