![](https://ltvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ আব্দুল জব্বার
![](https://ltvnews24.com/wp-content/uploads/2024/02/image-34.jpeg)
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-নেকমরদ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আনারুল (৪৩) নামে এক ভ্যানচালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রানীশংকৈল-নেকমরদ মহাসড়কের ঘুঘুডারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ড্যানচালক আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের আশিরউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রানীশংকৈলগামী হানিফ এন্টারপ্রাইজ বাসটি রানীশংকৈল মুখী ভ্যানচালককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মাটিতে পড়ে গেলে গাড়ির চাকায় ওই ভ্যানচালকের বাঁ পা পিষ্ট হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাঁকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন সড়ক দুর্ঘটনায় হানিফ এন্টারপ্রাইজ বাসটি পুলিশ হেফাজতে আছে ।