লালপুরে মেধাবীদের শিক্ষাবৃত্তি ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

স্বাধীন আলম হোসেন,লালপুর ( নাটোর)

“মানবতার প্রতি সমর্থন, সমাজের উন্নয়ন “এই স্লোগান সামনে রেখে নাটোরের লালপুরে আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবিকাশ প্রদান, অসহায় নারীদের সেলাই মেশিন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও ডা. মোঃ হাসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন, লালপুর উপজেলা সভাপতি মোঃ আফতাব হোসোন ঝুলফু, সহ- সভাপতি মোঃ আনিসুর রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টার, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন প্রমূখ।

আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংস্থাটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রধান ও আর্থ- সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমে পরিচালনা করে আসছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *