মশিউর রহমান রাসেল
ঝালকাঠির নলছিটিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসব।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ীয় গ্রামে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গন। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল।
খ্রিস্ট প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপনী আশির্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী বরিশালের কাথলিক ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাল পুরোহিত ফাদার রবার্ট দীলিপ গোমেজ, ফাদার খোকন গাব্রিয়েল নকরেক,ফাদার রিজন মারিও বাড়ৈ।