মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর
“সকাল বেলা উঠে রবি- গাইছে পাখি গান, ভাষার ভাষায় মধুর সুরে জাগো নবীন প্রাণ” শীর্ষক সাহিত্য সভা কবিতার মাটি বাংলাদেশের আয়োজনে শ্রীশ্রী কান্তজিউ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কবিতার মাটি বাংলাদেশ এর সভাপতি কবি তায়জুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ঐতিহাসিক গবেষক, সাহিত্যিক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ব্যবস্থাপক শ্রী জ্যোতিষ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কবি কালিপদ রায়। সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নুরুন নাহার সরকার এর সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি প্রতুষ চ্যাটার্জি, কবি লুৎফর রহমান, কবি কাশী কুমার দাস ঝন্টু, কবি আজিজুর রহমান, কবি চঞ্চল রায়, কবি আমিনুল ইসলাম আমিন, কবি ইব্রাহিম শাহ্, কবি মাহাবুবুর রহমান, কবি এ.টি.এম মনোয়ার, কবি এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, কবি শাহজাহান আলী, কবি হোসেন মোঃ আনোয়ার, কবি সুলতানা পারভীন, কবি নাহিদা হক, কবি ওমর ফারুক, কবি পরিমল চন্দ্র রায়, কবি সতিশ বর্ম্মন, কবি আনন্দ সাজু, কবি ডাঃ নিখিল শর্মা, কবি শ্রীমন (মিনাল রায়)। কবিতাগুলোর উপর আলোচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক কবি নিরঞ্জন রায়। তিনি বলেন, রস মাধুরী ছাড়া কবিতার সৃষ্টি হয় না। সাহিত্য চর্চায় সেই পরিবেশ তৈরী করে। সবকিছু নিয়েই কবিতা। শুধু কবিতার উপকরণগুলো আমাদের ধরতে হবে। প্রধান অতিথি বিশিষ্ট ঐতিহাসিক গবেষক, সাহিত্যিক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ব্যবস্থাপক শ্রী জ্যোতিষ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, কবিতা ও সাহিত্য চর্চা বিবেক ও জ্ঞানকে শানিত করে। কবিতার মাটি বাংলাদেশ সংগঠন হলো কবি সাহিত্যিকদের এবং গবেষকদের উপরে উঠার একটি প্লাটফর্ম। ভাষা আন্দোলন বাঙালী জাতির অংহকার। সেই বাংলা ভাষাকে নিয়েই কবি সাহিত্যিকরা চর্চা করে যাচ্ছেন।