নওগাঁয় নৃগোষ্ঠী আদিবাসীদের ঐতিহ্যবাহী ক্যারাম উৎসব ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

মূলসুর, ভাষা, সংস্কৃতি সংরক্ষন, শিক্ষা বিকাশ ও মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠনের লক্ষে নওগাঁর বদলগাছীতে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বদলগাছী মিনি স্টেডিয়ামে উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বিজয় পাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল খালকো, ছাত্র প্রতিনিধি তপু পাহান, বিধান পাহান প্রমূখ।

অনুষ্ঠানে নওগাঁ সদর, বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা উপজেলার বিভিন্ন অঞ্চলের ২১টি দল কারাম উৎসবে অংশ গ্রহণ করে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নিজস্ব সংস্কৃতির মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *