বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১৭ ফেব্রæয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়নের ৫শ ৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্যসহ ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুম হাওলাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক মাছুদ আলম টিপু, জেলা আ.লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক এমদাদুল হক বাবুল, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, আ.লীগ নেতা আবুল কালাম তালুকদার, মিজানুর রহমান মজিবুর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকার-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়প্রাথমিক শিক্ষা কর্মচারী বৃন্দগণ