রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতা করেন প্রতিযোগিতা অনু্ষ্ঠান মেয়ে দের ম্যাজিক চেয়ার,মেয়েদের সুইসুতা, ছোটদের মুরগির লড়াই,ছোটদের বেলুন,ছোটদের নেতা খেলা,হাড়িভাঙ্গা, বড়দের নেতা খেলা,বড়দের বেলুন
ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সভাপতি, সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশন, বিশেষ অতিথি লায়ন নাছির উদ্দিন মানিক, সভাপতি, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, বিশেষ অতিথি লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি, সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশন, বিশেষ অতিথি লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, বিশেষ অতিথি মনজুর মোরশেদ চৌধুরী, ইপসা, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ সাধারণ সম্পাদক, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, সংগঠনের উপস্থিত ছিলেন সভাপতি শাহাদাত সালেহীন,নাজিমু জামান রাশেদ, তৌহিদুল ইসলাম, একা রাণী শীল, আব্দুল আলিম, তানভীর রিসাদ, কাউছার চৌধুরী নিশান, হাফেজ ইমরান, ইব্রাহীম, নুসরাত জাহান রিক্তা, সায়েম, ফুয়াদ, নজরুল, জাবেদ, সাইমন, আশিক, আলী আজগর প্রমুখ।