আদিতমারী(লালমনিরহাট) প্রতিনিধি :
‘বঙ্গবন্ধর স্বপ্ন ধরে, আনব হামি সবার ঘরে’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদিতমারী উপজেলার হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল ১১ টায় পরিষদ চত্বরে আলোচনা সভা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুুরস্কার বিতারণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, আদিতমারী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাম ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরে আলম সিদ্দিকী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।