মো: আব্দুল্লাহ আল মামুন
লালমনিরহাট জেলা আদিতমারী থানা পুলিশের বিষেষ অভিযানে ছয়মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মিজানুর রহমান (৩০)পিতা মো: শফিকুল ইসলাম, গ্রাম সারপুকুর (ভাঙ্গিটারি) এবং পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো:ফজলুল হক(৫৮) পিতা আ:রহমান, গ্রাম, নামুড়ী উভয় থানা আদিতমারী জেলা লালমনিরহাট, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ফেব্রুয়ারি রাতে আদিতমারী থানা পুলিশের বিষেষ অভিযানে তাদের কে ধরতে সফল হয়।