এক পরিবারের দুই ভাই হাফেজ,সালমান-সিফাত,মাত্র ৯ মাসে কোরআনের হাফেজ সালমান।

তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ।

পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার, ভজনপুরে মারকাজুল উম্মাহ ক্বওমী মাদ্রাসায় এক পরিবারের ২ জন কুরআনের হাপেজ সম্পন্ন করেন এক পরিবারের দুই জন, (সালমান ১৩) এবং( সিপাত ১২)

সালমান ভজনপুর বাজারে মাংস ব্যবসায়ী আইবুল এর ছেলে এবং তারই ভাই মাছ ব্যবসায়ী আসিরুল এর ছেলে- সিপাত।

সালমান মাত্র ৯ মাসে কুরআনের হেফজ সম্পন্ন করে তার বাবা আইবুল জানান, অর্থের অভাবে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে সমস্যা হচ্ছিলো, এমন সময় কোনো আর্থিক ছাড়াই হেফজো সম্পন্ন করান মাদ্রাসার পরিচালক ভজনপুর জামে মসজিদের ইমাম,

৩ মার্চ একটি ওয়াজ মাহফিলের মাধ্যমে
সালমান, সিপাত সহ
আরো ২৩ জন এর মাথায় হাফেজ পাগড়ি তুলে দিবেন মাওলানা,আল্লামা খুরশিদ আলম কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কুরআন, ফিকরিল ঢাকা,খতীব, বাসিলা বড় মসজিদ ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *