বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি ঃ রিপন রায়
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক ৭মার্চ ও বিশ্ব নারী দিবস এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজসেবা কর্মকর্তা সরকার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ আসিফ রুবেল, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক রিপন রায়, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায় সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়