সুমন হাওলাদারঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বাড্ডা ও ভাটারা থানাধীন এলাকায় পুলিশ ও ক্ষমাতাশীন দলের মদদ এ চলছে চাঁদাবাজি। আফতাব নগর, মেরুল বাড্ডা, কবরস্থান রোড, মেরুল ডিআইটি, পোস্ট অফিস গলি, পাঁচতলা বাজার, মধ্য বাড্ডা, আদর্শ নগর, গুদারাঘাট লিংক রোড, উত্তর বাড্ডা বাজার হয়ে, পূর্বাচল, জিএম বাড়ি সাঁতার কুল বেরাইদ, পুরাতন থানারোড, খিল বাড়ি টেক,শাহজাদপুর, নূরের চালা, ১০০ ফিট মাদানী এভিনিউ, সাঈদনগর, ভাটারা সোলমাইদ ও এ্যাপোলো লিংক রোড। এই এলাকার অলি-গলিতে চলাচল কারি যানটিকে নিয়ে চলছে, অটো বাণিজ্য। এই বাহনটিকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক কিস্তি পরিশোধ করতে হয়, এলাকা ভেদে ভিন্ন হারে বিভিন্ন উপায় দিতে হয় টাকা। এই চাঁদা পাড়া মহল্লার মাস্তান ও স্থানীয় অসাধু রাজনৈতিক নেতা এবং অভিযানের নামে প্রশাসন ও রেকার বিলের নামে আদায় করছে মোটা অংকের টাকা।
এই অটোর ব্যাপরোয়া গতির কারনে প্রতিদিনই এ যানের ধাক্কায় আহত হচ্ছে কেউ না কেউ। আইন কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন রাস্তার মোচড়ে এলোপাতাড়ি ভাবে রেখে যানজট সৃষ্টির মূলেও রয়েছে এ যানটি। এখানেই শেষ নয় রাত ৯ টা’র’ পরে প্রধান সড়কে অতিরিক্ত গতিতে পাল্লা দিয়ে চলছে এই যানটি। সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠলেও এ যেনো দেখার কেহই নাই।