মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা।

মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর) প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আসন্ন রমজান মাস উপলক্ষে হোটেল,রেস্টুরেন্টে ইফতারী খাদ্য সামগ্রী প্রস্তত ও বিক্রয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে দিকে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।

আলোচনা সভায় হোটেল,রেস্টুরেন্টে ইফতারী খাদ্য সামগ্রী প্রস্তত ও বিক্রয় বিষয়ে মালিক কর্মচারীদের ইফতারী খাদ্য সামগ্রী প্রস্তত ও বিক্রয় বিষয়ে আলোচনা ও নিরাপদ খাদ্য সরবরাহে শতভাগ সঠিক থাকার নির্দেশনা প্রদান করা হয়। সভায় মেহেরপুরের হোটেল,রেস্টুরেন্টের মালিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *