লালপুরে আমগাছে ঝুলে থাকা যুবকের লাশ উদ্ধার

স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ এলাকায় রঘুনাথপুর-বাহাদুরপুর গ্রামের মধ্যখানে ব্রিজের পাশে জৈনক আশরাফ উদ্দিন মাষ্টারের আম বাগানের একটি আম গাছে ঝুলে থাকা নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার(২৯শে আগষ্ট-২৪)সকালে এই লাশ উদ্ধার করা হয়।নিহত নাজমুল হোসেন ঐ গ্রামের পাঁচু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষাণরা মাঠে কাজে যাওয়ার পথে ওই বাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে।তিনি আরও জানান,তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মামালা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *