আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে আলু বহনকারী একটি ট্রলি উল্টে ফরিদুল (৩৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আলুর বস্তাবোঝাই একটি ট্রলি নিয়ে আদিতমারী থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। সাপ্টিবাড়ি বাজার এলাকায় এলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছনে একইদিক থেকে একটি ট্রাক ট্রলির কাছাকাছি আসায় আত্মরক্ষায় ফরিদুল ট্রলি থেকে লাফ দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।