মোঃআশিকুর সরকার (রাব্বি)
কুড়িগ্রাম রাজারহাটে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নবাগতো রাজারহাট উপজেলা প্রেস ক্লাব।এ বিষয়ে রাজারহাটের জনপ্রিয় সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম জানান,রাজারহাটে এমন একটা প্রেস ক্লাব দরকার যে প্রেস ক্লাব সাধারণ মানুষের কথা বলবে,এবং জনসাধারণের জন্য কাজ করবে। এবং এই রাজারহাট উপজেলা প্রেসক্লাব জনসাধারণের জন্য কাজ করবে বলে আমি আসাবাদি। তবে খুব শীঘ্রই একঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে এই প্রেস ক্লাব গঠিত হবে। এবং এই বিষয়ে আরো জানান রাজারহাটের জনপ্রিয় তরুণ সাংবাদিক সোহেল রানা বলেন,এই প্রেস ক্লাবের মাধ্যমে উক্ত রাজারহাটের বিভিন্ন স্তরের মানুষ সুবিধা পাবেন। এবং এই প্রেস ক্লাব বিভিন্ন স্তরের জনোমানুষের কথা বলবে এবং তুলে ধরবে তাদের সামাজিক জিবন জ্ঞাপন।এ বিষয়ে আরো জানান,বাংলাদেশ জাতীয় হিন্দু যুবো মহাজোট রাজারহাট উপজেলার সভাপতি রতন রায় আরজু , তিনি বলেন এই প্রেস ক্লাব রাজারহাটের খেটে খাওয়া সাধারণ মানুষের ভালো মন্দ তুলে ধরবে বলে আমি মনে করি। এবং তিনি বলেন মাদক, সন্ত্রাস ও নাশকতা, দুর্নীতির বিরুদ্ধে এই প্রেস ক্লাব কথা বলবে।