মো:জাহিদুল ইসলাম
গাইবান্ধা সদর উপজেলা
পুলিশ সুপার, গাইবান্ধা নিদের্শনা মোতাবেক গাইবান্ধা সদর উপজেলা কে মাদক মুক্ত লক্ষ্যে মাসুদ রানা অফিসার ইনচার্জ গাইবান্ধা সদর থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি:)মো:মোবারক আলি এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোসসহ ২৫’০২’২০২৪ইং ১,৩০ মিনিটে রাধা কৃষ্ণ পুর গ্রামে সাদ্দাম মিয়ার পরিচিত বসত বাড়ি ভিটায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন এই সময়ে রোকনুজ্জামান ওরফে ইমরান (৩২) পিতা মো:গোলাম মিয়া সাং, পশ্চিম রাধাকৃষ্ণপুর , থানা ও জেলা গাইবান্ধা,হইতে প্যান্টের বাম পকেট হইতে নীল রঙের পলি ব্যাগেরও ভিতরে মোড়ানো ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ওআসামি নিজ হাতে খাটের নিচ থেকে চটের বস্তায় থ ১২০ পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করেন পলিশ