দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

১১ আগস্ট রোববার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দেশব্যাপী সাম্প্রদায়ীক হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ, ভাংচুড়ের ঘটনা অবিলম্বে বন্ধ করে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার আহবান জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অসাম্প্রদায়ীক, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। প্রচেষ্টা সত্যেও দুর্ভাগ্যজনক হলেও এদেশের সাম্প্রদায়ীক সম্প্রীতি ক্ষুন্ন করার জন্য অপতৎপরতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময়ই এ ধরনের অপ-তৎপরতার বিরুদ্ধে অবস্থান করে আসছে। ভাষ্কর্য বিনস্ট, সাম্প্রদায়ীক বিশৃঙ্খলা বাধিয়ে সম্প্রীতি নষ্ট করে চলছে একটি কুচক্রি মহল। যারা এসব কর্মকান্ডে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে অবিলম্বে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানানো হয় মানববন্ধনে। উক্ত মানববন্ধন কর্মসূচী উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, অর্চনা অধিকারী, সাধারন সম্পাদক রুবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য মিতালী রায়, নাজমা বেগমসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা আরও বলেন, যুগ যুগ ধরে গড়ে উঠা সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়-জোরদার হউক একটা আমাদের প্রত্যাশা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *