নুরুল ইসলাম, কক্সবাজার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদ ও শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগষ্ট বিএনপির দলীয় কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন।
বিকাল ৩ ঘটিকায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন নেতার নেতৃত্বে মিছিলের মাধ্যমে জমায়েত হতে থাকেন।
বক্তব্যে তারা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ, হেফাজত হত্যাকাণ্ড, ২০২৪ সালে কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সকল হত্যার বিচার দাবি করেন।
তারা বক্তব্যে বলেন, দেশে আর কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না আর কোন বৈষম্য থাকতে দেওয়া হবে না। নেতারা তাদের বক্তব্যে আরো বলেন, ঐক্যবদ্ধ থেকে সকল বৈষম্য দূর করে সকল হত্যার বিচার দাবি করেন। এতে জেলা, উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।