কুড়িগ্রাম উলিপুর উপজেলায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে বিএনপির লিফলেট বিতরণ ।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার উলিপুর বাকরের হাট বাজারে বীরদর্পে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেটে বিতরন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক ।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে।
সরকারের পদত্যাগ ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উলিপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মোতলেবুর রহমানের নেতৃত্বে, এই লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হযরত আলী বিপ্লব ওয়াসি, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুর আলিম নুরু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম মইন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুলতান আহমেদ, প্রমুখ ।
লিফলেট বিতরণের সময়,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বে মোঃ আব্দুল খালেক, বলেন অবৈধ সরকার, অবৈধ সংসদ বাতিল সহ অতি শীঘ্রই সরকারকে পদত্যাগ সহ দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *