ডেস্ক নিউজ:
গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ।
এসময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সীমান্তে আমাদের বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দেশের সীমানা পাহারা দিচ্ছে। কারো উস্কানি ও ভুল তথ্য দিয়ে যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে তার জন্য সবাই সতর্ক থাকুন।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন এই প্রবীণ নেতা।