আসন্ন ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩ টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৫ জন ও ৯ টি সাধারন কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন-
মেয়র পদে মহিউদ্দিন আহম্মেদ(জগ), ডাঃ শফিকুল ইসলাম (মোবাইল), মোঃ এনায়েত হোসেন (নারিকেল গাছ), আবুল কালাম আজাদ(রেল ইঞ্জিন) ও মোঃ নাসির উদ্দিন খান( কম্পিউটার)।
১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোসাঃ তানিয়া বেগম( আনারস), নাহিদা আক্তার পারুল( বলপেন), মিতু সিকদার( জবাফুল), লাইলি বেগম(অটো রিক্সা), মনি আক্তার( টেলিফোন) ও সীমা সরকার শোভা( চশমা), ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে-জাহানারা বিনতে সিকান্দার( আনারস), লাইজু( জবাফুল), সংগীতা বিশ্বাস( চশমা), শিরিন আক্তার( অটো রিক্সা) ও ঝর্না সিকদার( টেলিফোন), ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত কাউন্সিলর আসনে মায়মুনা আক্তার( জবাফুল), সৈয়দা আকলিমুন নেছা রুবী(অটোরিক্সা), নাজিরা ইসলাম (চশমা) ও তানিয়া আহমেদ(আনারস)।
১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে -মোহাম্মদ হানিফ হাওলাদার( ডালিম), সৈয়দ মহিউদ্দিন সোহাগ( পাঞ্জাবী), মোঃ লোকমান হোসেন( উটপাখি) ও মোঃ নিজামুল হক( পানির বোতল),
২ নং সাধারন আসনে মোঃ চানু খান ( পানির বোতল), মোঃ ফারুক মৃধা ( পাঞ্জাবী) ও মোঃ জাকির হোসেন( উটপাখি),
৩ নং সাধারন আসনে- মোঃ জাহিদ হোসেন ( টেবিলল্যাম্প), মোঃ ফারুক হোসেন রানা( পানির বোতল), মোঃ আনোয়ারুল ইসলাম( পাঞ্জাবী), শফিকুল খান(উটপাখি), কানাই লাল সাহা( ডালিম) ও মোঃ লিংকন হোসেন মাহারাজ( ব্রিজ), ৪ নং সাধারন আসনে মোঃ শফিকুল ইসলাম স্বপন( উটপাখি), মোঃ সাইদুর রহমান( পাঞ্জাবী), মোঃ মনিবুর রহমান (টিবিল ল্যাম্প) ও মোঃ খলিলুর রহমান ( ব্রিজ),
৫ নং সাধারন আসনে মোঃ আলাউদ্দিন আলাল( ব্রিজ), মোঃ কামরুজ্জামান হেলাল( ডালিম), মোঃ কবির সিকদার (উটপাখি) ও মোঃ তারিকুল ইসলাম( পাঞ্জাবী), ৬ নং সাধারন আসনে- মোঃ রাসেল বিশ্বাস( টেবিলল্যাম্প), মোঃ কামাল হোসেন( উটপাখি), মোঃ মিজানুর রহমান হান্নান( পাঞ্জাবী), মোঃ শরিফুল আলম বাবু( ডালিম) ও মোঃ রেজাউল হাসান( ব্রিজ), ৭নং সাধারন আসনে – তুহিন খন্দকার( উটপাখি), মোঃ অলি আহমেদ( গাজর), অনিক খন্দকার( পাঞ্জাবী), মোঃ রেজাউল করিম( ডালিম), মোঃ নিজামুল হক( টেবিলল্যাম্প), মোঃ তৌহিদুল ইসলাম( ব্রিজ) ও মোঃ লুৎফর রহমান শাহরিয়ার( পানির বোতল), ৮ নং সাধারন আসনের – মোঃ দেলোয়ার হোসেন আক(উটপাখি), মোঃ শাহীন মৃধা( পানির বোতল), মোঃ মিজানুর রহমান ডালিম) ও মোঃ রাকিব আকন( পাঞ্জাবী), ৯ নং সাধারন আসনের – এস এম মতিন মাহমুদ( পানির বোতল), মোঃ বেল্লাল হোসেন( উটপাখি), মোঃ সোহাগ উদ্দিন মৃধা( ব্রিজ) ও মোহাম্মদ ফোরকান মাহমুদ(ডালিম)।
২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলেদেন রিটানিং অফিসার জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। তাকে সহযোগিতা করেন সহকারী রিটানিং অফিসার মোঃ মিজানুর রহমান খান।