মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ -২০২৪) বিকেলে কাহারোল মোড় থেকে র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে সেন্টার মোড়ে এসে শেষ হয়। এ সময় তাঁরা হে রমজানের পবিত্রতা রক্ষা করা,দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা,ভেজাল প্রদান সহ কোরআন সুন্নাহ রোধী কার্যক্রম পরিহার করাসহ বিভিন্ন শ্লোগান দেন। র্যালীতে বাংলাদেশ ইসলামিক আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম,সেক্রেটারী মাওলানা মোঃ মাছুদ হোসেন,সদস্য মাওলানা মো: হাবিবুর ও মাওলানা মো: বেলাল হোসেন, ২০/২৫ জন নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লী অংশ নেন।