মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর)
বর্তমান সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছেন মেহেরপুরের সদর উপজেলা বিএনপি ।রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা আমঝুপী বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে আমঝুপী বাজার থেকে শুরু করে আমঝুপী হাট পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রাম সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা বিএনপির আরজুল্লা মাষ্টার বাবলু, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,আমঝুপী ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,যোগাযোগ সম্পাদক মোঃ আব্দুল হামিদ (বিদ্যুৎ), প্রচার সম্পাদক মিনহাজ, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ।
লিফলেট বিতরণকালে নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে মাসুদ অরুন বলেন, আজকে প্রহসনের নির্বাচন, ডামি নির্বাচন, ৭ জানুয়ারি জনগণের প্রত্যাখ্যাত নির্বাচন। সেই নির্বাচন করে তারা সরকার এখন আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে, তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে।