সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণ ২৪ ফেব্রুয়ারি

ছবি: ফাইল

জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে আলোচনা চলছে। এরমধ্যে তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি প্রেসক্লাব কার্যালয়ে ৭ টি পদে মোট ১২ জন প্রার্থীর মাঝে বিভিন্ন পদে প্রতীক বরাদ্দ দিয়েছেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মাস্টার মোঃ সেলিম উদ্দিন ও নির্বাচন কমিশনার শিক্ষাবিদ সেলিম সরওয়ার চৌধুরী।

সভাপতি পদে নির্বাচন করছেন সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল্লাহ নূরী। তিনি প্রতীক পেয়েছেন “দোয়াত কলম”। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে “কম্পিউটার” প্রতীকে নির্বাচন করছেন সভাপতি পদপ্রার্থী সাংবাদিক আবছার কামাল। সিনিয়র সহ-সভাপতি পদে সাংবাদিক আব্দু শুক্কুর “চেয়ার” ও তার প্রতিদ্বন্দ্বী সাংবাদিক শায়েক আহমদ “টেবিল” প্রতীকে নির্বাচন করছেন। সহ-সভাপতি পদে “ময়ূর” প্রতীকে লড়বেন সাংবাদিক সায়েদ।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার। তিনি প্রতীক পেয়েছেন “বই”। তাঁর প্রতিদ্বন্দ্বী সাংবাদিক খোরশেদুল আলম লড়ছেন “তালা” প্রতীক নিয়ে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক রাসেল উদ্দিন পেয়েছেন “মোটরসাইকেল”।

সাংগঠনিক সম্পাদক পদে “টেলিফোন” প্রতীকে নির্বাচন করছেন সাংবাদিক রাশেদুল আলম রাশেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক সাহাব উদ্দিন সিকদার পেয়েছেন “মোবাইল ফোন” প্রতীক।

কোষাধ্যক্ষ পদে সাংবাদিক জাফরুল ইসলাম রানা প্রতীক পেয়েছেন “মাছ”। তাঁর প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মোঃ নোমান নির্বাচন করছেন “ঈগল” প্রতীকে।

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার মোঃ সেলিম উদ্দিন বলেন, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করবে নির্বাচিত প্রতিনিধিরা। সাংবাদিকদের বিপদ-আপদ ও সর্বদা প্রেসক্লাবের স্বার্থে নিয়োজিত থাকবে সাংবাদিকগণ। অনেক বেশি উৎসব মুখর পরিবেশে আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সদর উপজেলা প্রেসক্লাব নির্বাচন করে ইতিহাস সৃষ্টি করবে। সর্বসাধারণের গ্রহনযোগ্যতা অর্জন করে আগামীতে কাজ চালিয়ে যাবে নির্বাচিত প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *