আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ফলাফল প্রকাশ ও সনদ বিতরণ

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ এর নামে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ১৯ জানুয়ারী (সোমারবার) দুপুরে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মাসে উপজেলার ৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি পান।

এসব শিক্ষার্থীর মধ্যে অলরাউন্ডার ক্রেস্ট ৩১জন, সুপার হিরো ৪৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় ১৪ টি। মেধাবী শিক্ষার্থীকে সাধারণ গ্রেডের বৃত্তির নগদ টাকা সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তিপ্রধান অনুষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক বাবল আক্তারের সঞ্চালনায়, ফাউন্ডেশনের চেয়ারপারসন আলহাজ্ব এ বি এম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান শিক্ষিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *