আমঝুপী ইউনিয়নের রঘুনাথপুরে গ্রামে অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর) প্রতিনিধিঃ

মেহেরপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে আমিনুল ইসলামের তামাক ঘরে তামাক পোড়ানোর সময় হঠাৎ করে তামাক ঘরে আগুন লেগে যায় ।

এ সময় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী হায়দার আলীর ছেলে মিলনের খড়ির ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তামাকসহ প্রায় অর্ধ লক্ষ টাকার খড়ি পুড়ে ছাই হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *