মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আসিফ নামের অপর এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে কুষ্টিয়াতে রেফার করা হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে ইচাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ইচাখালি গ্রামের ফরমান আলীর ছেলে। এবং আহত আসিব পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের আসানুরের ছেলে।
জানা গেছে ঘটনা সময় আসিব তার মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে মেহেরপুর থেকে ইসাখালি হয়ে তার বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে ইচাখালীর মোড়ে রমজান আলী তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় আসিব তাকে ধাক্কা মারে। ঘটনার পরপরই স্থানীয়রা রমজান আলীকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহত আসিফকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া রেফার করেন।