উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার এবং বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সমাজের সর্বস্তরের জনসাধারণনের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার, কাজী আবু সাহিন, অলিউজ্জামান জুয়েল খলিফা, অর্চনা দেবী বড়াল, সামিয়া রহমান বিউটি, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ মেরাজুল খান, শফিকুল ইসলাম সাফা, শেখর ভক্ত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *