মোঃ রাসেল হোসেন, বরিশাল:
শুক্রবার (২২ মার্চ ) ২০২৪ বরিশাল বঙ্গবন্ধু উদ্যান ( বেলস পার্ক) এ এসএসসি- ১৩ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব কোরআনের আলোকে আলোচনা করা হয়।
এতে আলোচনা সভায় ধর্মীয় আলোচনা ছাড়াও পিছিয়ে পড়া অদম্য ১৩ এর সকল বন্ধুদেরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলো, এল এক্স আল-আমিন ( এডমিন অদম্য -১৩ ) বরিশাল। এবং রাকিব ইউ ডিসি (এডমিন অদম্য -১৩) বরিশাল।
এবং অদম্য ১৩ এর প্রায় ৪০ এর অধিক বন্ধুরা উপস্থিত থেকে ইফতার করে।
উক্ত সময়ে এল এক্স আল-আমিন বলেন, এটি ভাতৃত্বের বন্ধন যেখানে নেতৃত্ব গৌণ বিষয়। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে সমাজ-দেশ। ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলনে এসে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে খুবিই ভালো লাগা কাজ করছে এবং এই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা সম সময় এক হয়ে থাকতে পারি আজীবন।
এই সময় রাকিব ইউ ডিসি (এডমিন অদম্য -১৩) বলেন, কোনো ষড়যন্ত্রই বন্ধুদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। এসময় বন্ধুত্বের টানে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এবং সম সময় আমরা সবার পাশে থাকতে পারি, আমাদের এই বন্ধন যেন থাকে চিরদিন। আরো বলেন এরূপ বন্ধুত্ব সম্মিলন আয়োজন যেন আরো হয় তার অনুরোধ জানান সবাইকে যাতে এই অদম্য- ১৩ এর সকল বন্ধু এক সাথে হতে পারে।
অপরদিকে ইফতার মাওফিল অনুষ্ঠানের শুরুতে সবাই ফটো সেশন আর আড্ডায় মেতে উঠেন। কেউ করেন তাদের জীবনের স্মৃতিচারণ।
এবং ইফতারের শেষে তাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ করেন।