কদলপুর শাহী দরবারের পক্ষে থেকে তোহফায়ে রমজানুল মোবারকের স্মারক প্রদান

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে কদলপুর শাহী দরবার শরীফ গাউছিয়া আশরাফিয়া আবু শাহ্ মিয়া জব্বারীয়া মঈনীয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অলিয়ে কামেল আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:)এর সুযোগ‍্য নাতি ও ওস্তাদুল ওলামা পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মোনাওয়ার (র:) এর কনিষ্ঠ পুত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ ছালেকুল মওলা (ম:) কে তোহফায়ে রমজানুল মোবারক এর বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১৫মার্চ ৪ঠা রমজান জুমাবার বিকেলে ইছাপুরস্থ উত্তর মেখল হুজুরের বাসভবনে এই সম্মাননা স্মারক প্রদান করেন কদলপুর শাহী দরবার শরীফের আওলাদে পাক পীরজাদা মৌলানা মোহাম্মদ অলি উদ্দিন শাহ্ আশরাফী। এসময় উপস্থিত ছিলেন করিম সওদাগর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সাকিবসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *