কমলনগরে মাদবসেবীকে ডাক দেওয়ায় ব্যবসায়ী উপর হামলা আহত ৫

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় মাদবসেবী ও জুয়াড়িকে নিষেধ করায় এক ব্যবসায়ীসহ তার পরিবারের উপর হামলা করেছে। এতে ব্যবসায়ীসহ ৫জন আহত হন। একজন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
৩ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকালে চর মাটিন গ্রামের ৭ নং ওয়ার্ডে রুবেল স্বর্নকারের বাড়ীতে এই হামলা ঘটনা ঘটে।

হামলায় আহত রুবেল ও এলাকা বাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন দরে ১০/১৫ জন জুয়াড়ি ও মাদবসেবী আমার বাড়ীর উপর আসা যাওয়া করতো। আমি ডাক দেওয়াতে আমাদের ওপর হামলা করে। পরে আমার ঘর থেকে টাকা ও সর্ন অলংকার নিয়ে পালিয়ে যায়। এতে করে প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এরা সমাজে মাদক সেবন করে চুরি ডাকাতি করে । এসব জুয়াড়ি ও মাদবসেবীদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিষেধ করলে তারা শুনেন না।ঘটনার দিন ব্যবসায়ী রুবেল জুয়া খেলার সময় তাদের কে নিষেধ করলে তারা ক্ষিপ্তহয়ে অভিযুক্ত মাদবসেবী ও জুয়াড়ীরা হলেন, হেন্জু,মজিদ,লোকমান, ছাহেদ, রাসেদ,কাসেম, রিয়াজ, সুমন,নুর করিম, হানিফ,খায়ের, মনির, রহিম,,জাপর, জিহির,মাহফুজ সহ১০/১৫ মিলে রুবেল উপর হামল করেন। এসময় রুবেল কে বাঁচাতে এগিয়ে আসে তাদের পরিবার সদস্যগন এসময় তাদের উপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত হন নাজমা(৩০) সিপন(২০)।

তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।পরে এলাকার
লোকজন চিৎকার শুনে আসলে তারা পালিয়ে যায়।
হামলায় অন্য আহতরা হলো নাজমা(৩০), রোকেয়া (৭০),রিপন (২০),মনির (১৮)লালমতি (৪৫)।

এই বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ উদ্দিন আনোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে আসামি ধরার অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *