মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংর্ঘিক ব্যাক্তিত, পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারের নবরুপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের এর ১৬তম মৃত্যুবার্ষিকী স্মরনে সংঘদান, স্মরণসভা, স্মৃতি চৈত্য উৎসর্গ ও ম্যুরাল উম্মোচন অনুষ্ঠান বুধবার শান্তিময় বিহারে অনুষ্ঠিত হয় ।
এ উপলক্ষে শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ সকালে স্মৃতি চৈত্যে পুস্পস্তবক অর্পন করেন।
স্মৃতি চৈত্য ও ম্যুরাল উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের সহ উপস্থিত ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা।
এরপর সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচবী ভদন্ত সোবিতানন্দ মহাথের ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের । প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের ।
এতে ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের , ভদন্ত ধর্মানন্দ মহাথের ,মনোকামনা পুর্ন জাদির প্রতিষ্ঠাতা সুদেশক ভদন্ত উকাট্টা পাঞা থের, প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরর প্রিয় শিষ্য সুদেশক ও বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্নানন্দ থের , ভদন্ত করুনাপ্রিয় থের ,ভদন্ত শাসনানন্দ থের , শানিÍময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের, ভদন্ত ধর্মদর্শী থের সহ পন্ডিত প্রবর ভিক্ষুসংঘ ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য বিভাগের সহকারী স্থপতি বিশ্বজিত বড়ুয়া, বৌদ্ধনেতা প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া ।
স্মরন সভায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া । স্মৃতিচারন করেন কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ।
আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক সলিল বিকাশ বড়ুয়া,অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা অনমদর্শী বড়ুয়া খুলু, বিহার পরিচালনা কমিটির অর্থসম্পাদক কমল বড়ুয়া,প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, স্মৃতি সংসদের সাধারন সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সহ-সভাপতি বিরু বড়ুয়া,সমাজ সেবক বিজয় বড়ুয়া,সংসদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হিরু বড়ুয়া বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক শৈশব বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সহঅর্থ সম্পাদক নিরু বড়ুয়া সদস্য রিয়েল বড়ুয়া জিকন,অর্নব বড়ুয়া, উজ¦ল বড়ুয়া ।