লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার রাত দুটার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
জখম হওয়া ওই ব্যক্তির নাম মোল্লা সরকার (৫৮)। তিনি উপজেলার স্থলবাড়ি গ্রামের মৃত খোকা সরকারের ছেলে। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তার ছেলে মোস্তফা কামাল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি মোল্লা সরকারের বসত ঘরের পাশে পরিত্যক্ত গোয়াল ঘরে নেশা করতে যান মুঞ্জু সহ আরো কয়েকজন। এ সময় মোল্লা সরকারের গোয়াল ঘরে মাদক সেবনে তাদের বাধা দিলে। রেগে গালিগালাজ করে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান তারা। ২১ জানুয়ারি রাত দুইটায় পূর্ব শত্রু তার জের ধরে, তার বাড়িতে হামলা চালালে। তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মোল্লা সরকারকে মাথায় কোপ দেয়ার অভিযোগ করেন ছেলে মোস্তফা কামাল।
এ বিষয়ে মোস্তফা কামাল বলেন, মঞ্জু ও তার লোকজন সঙ্গবদ্ধ হয়ে আমার