কাজিপুর উপজেলা (বিএডিসি) কৃষি ও সেচ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচিতি ও বার্ষিক বনভোজন

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষি ও সেচ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, বিএডিসি- কাজিপুর জোন এর সদস্যদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে সমিতির সভাপতি আব্দুর মান্নান খোকা ও সাধারণ সম্পাদক মাসুদ রানার উদ্যোগে উপজেলায় অবস্থিত সমিতির কার্যালয় থেকে বাসযোগে বনভোজনে উদ্দেশ্যে নাটরে অবস্থিত গ্রীন ভ্যালি পার্কে যান তারা। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর পার্কটি পরিদর্শন করেন সদস্যরা। এরপর সেখানে কুইজ কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে মনগ্রশংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন । আনন্দ ভ্রমণ শেষে রাতে সদস্যরা ফিরে আসেন নিজ একাকায়।

এসময় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, কিছুদিন আগে আমাদের সমিতির নতুন কমিটি করা হয়েছে, সেকারণে সমিতির সকল সদস্যদের নিয়ে বনভোজন ও পরিচিত আয়োজনটি করা। প্রতিবছরই এমন আয়োজন করার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *