মো :জাহিদুল ইসলাম,গাইবান্ধা সদর উপজেলা
খ্রিস্টান থেকে মুসলিম হলেন এক যুবক কাকড়া গাড়ির ড্রাইভার কমলেশ হেমরম পরবর্তী ইসলাম গ্রহণ করার পর তার নাম ইসলাম শরীয়তে রাখা হয় আব্দুল মোতালেব পিতার পূর্ব নাম :লাল হেমরম মাতা,মালথি, মাড়ি সাং তরবনঘাট ইউনিয়ন বিনোদন নগর, থানা, নবাবগঞ্জ, জেলা দিনাজপুর,তিনি ইসলাম গ্রহণ করার পর গাইবান্ধা সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড গ্রাম, ধুতি চোরা মৃত্যু মন্টু মিয়ার মেয়েকে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করেন আব্দুল মোতালেব ওরফে কমলেশ তাকে জিজ্ঞেস করলে বলে সে আমার ভালো লেগেছে আমি ইসলাম ধর্মে এসেছি আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম আরো তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে সে বলে আমার বাবা মা আছে কিন্তু আমি ছেলে হয়ে খোঁজ নিতে পারবো না এটা তো কোন কথা না নেব কিন্তু একটাই সমস্যা আমি ইসলাম ধর্মে এসেছি আর আমার বাবা মা খ্রিস্টান ধর্ম এটুকুই পার্থক্য এবং এলাকাবাসী তার ইসলাম ধর্মে এসেছে সেই ক্ষেত্রে তাকে একটা বাড়ি দিয়ে দেয় এলাকাবাসী এবং আব্দুল মোত্তালেব উরফে কমলেশ সবার কাছে দোয়া চান সে যেন দাম্পত্য জীবনে ও ইসলাম শরীয়ত মোতাবেক চলতে পারে